আমি নই কোনো ডাক্তার, নই ব্যারিস্টার
কোনো কাজ দিয়ে মন জয় করব সবার।
ভদ্রতা, সামাজিকতা বুঝিনা, এই নিয়ে করে তিরস্কার,
তাই অবুঝ মন খুঁজে সারাক্ষণ, কিছু একটা করার।
আশ্রয় নিয়েছি কাগজে, কলমকে বানিয়েছি বন্ধু আমার,
আপন মনে লিখে যাই কবিতা, অবসর করি পার।
ছন্দের মিল নাই, বানানে শত ভুল
এই নিয়ে ঠাট্টা করে বন্ধুকুল,
তাই কবিতা ছিঁড়ে ভাসাই জলে, বানিয়ে নৌকা
এখন বুঝেছি, সত্যি আমি একটা বোকা।