নরম তোশকে শরীরটাকে এলিয়ে,
সুখ নিদ্রায় আচ্ছন্ন তুমি?
অথচ আমাদের কাটে কত নির্ঘুম রাত!
নিয়ত বোমার শব্দে, আর মেশিনগানের অনর্গল অভিযানে।
অগ্নিস্নাত ধূম্রকুন্ডের ভেতর-
ভয়ানক এ ধ্বংসযজ্ঞে,
চিৎকার করে ওঠে শিশু, কত নারী অসহায়,
অজস্র লাশের ওপর, বাস্তুহীন উদ্ভ্রান্তের মতো।
হায়! পাষণ্ড পৃথিবীর নির্বোধরা!
শুনতে কি পাও, সে মানবতার আর্তিবিলাপ?
বিউগলের গলায় আজ, সমুদ্র উদ্বেলিত নিরোর কান্না
নিগৃহীত মানুষের গগনবিদারী এ আর্তনাদ।