চকচক রোদ্দুরে-
উড়ে গেলো একঝাঁক সুখপাখি।
আকাশ নিঙ্গড়িয়ে দুরে তেপান্তরে,
যেখানেই খুশি আহা!
তাদের কোন বাঁধা নেই,
পাসপোর্ট ভিসা, অনুমতিপত্তর।
রাফা ক্রসিং, কিবা ফেলানীর কাঁটাতার,
পথে পহরীর চেকপোস্ট।
যেখানেই খুশি, সীমান্তহীন বিশাল অবনীর,
মাঠ থেকে মাঠ, বিস্তীর্ণ জলাভূমি,
সবুজ বন ও দূর্গম পাহাড়,
ফেরিয়ে অজানা দেশ, নীড় বাঁধে দূরে।
এ অগ্নিস্নাত ভস্মরুপ-
ধ্বংস ও মৃত্যুর উপত্যকা পাড়ি দিয়ে,
আরো দূরে গহীন সমুদ্রের দ্বীপে।