আঙ্গুলের টুসকিতে খুলে যায় অন্দরমহল।
অন্ধকারে নেচে উঠে আলো!
বিবস্ত্র সৌন্দর্যে ভেসে ওঠে রাজপুরী, পাপের উঠোন।
আহা! এ কেমন আহ্লাদ?
শায়েখের হৃদপিণ্ড নিয়ে খেলা করে ঘাতক চুরি
শ্যেনচোখ ধারালো বর্শা, উরু নিতম্বের ঊর্বশী
ক্ষত-বিক্ষত করে আমার এ, কামুক পৌরুষ।
আততায়ী রাত, ঘাতক রাত, নির্ঘুম সে নিষ্ঠুর রাত।
নেমে আসে গোপনে বুকের পাসওয়ার্ড ভেঙে।