সন্ধ্যার আবছা আলোয়,
কোলাহলময় পৃথিবী-
দ্রুত সেরে নিচ্ছে তার আহ্নিক ঘূর্ণন।
পাখিরা ছেড়ে গেছে, বন জল নদীর তটরেখা ,
আপন নীড়ের পানে, পাখা মেলে অন্তরীক্ষে-
দূর গোধূলির কোন তেপান্তরে।
তবু পড়ে আছি আমি-
এখানে পথের পরে,
আজো সে তালপাতা ছায়া নাড়ে যে উঠোনে,
তার নৈশব্দ মৌনতায়।
কোন এক অজানা মায়ার কুহকে,
সন্ধ্যার শুকতারাটির ক্ষীন আলোয়,
একা নিভৃতে।