কলমটা নিশ্চুপ!
বুকে তার বিবেকের কালি,
মুখে নেই কথা।
অন্যায়ের জোর গলা দেখে-
লজ্জায় মুখ ঢাকে যথা।
বিবেকটা লোপ পেয়ে যারা -
লিখেছিলো আজ পিশাচের স্তুতি।
সভ্যতা ধ্বংসের নিচ্ছিলো-
এক ভয়ানক প্রস্তুতি।
সেই সব ড্রাগন, ডাকুলার উল্লাসে-
রক্তাক্ত পৃথিবীর এই ছবি।
রক্তের কালিতে মিথ্যার জয়গান,
লিখে হোক তারাই বুদ্ধিজীবী।