জীবনবোধের ভেতর-
বেমালুম ঘুমিয়ে আছে আমার কিংকর্তব্য!
বলো! আমার কি আর কিছুই করার নেই?

যখন বিশ্বের উঠোনে, পড়ে থাকে এই-
শান্তির শ্বেত-কপোত।
আহত রক্তাক্ত, ডানা ঝাপটায়, দিক-দিগন্তে।
নৃশংস গৃধিনীর নখদর্পনে, বাঁচার আকুতি জানায় আর,
মর্মন্তুদ আর্তচিৎকারে।

বলো! আমার কি আর কিছুই করার নেই?
জীবনবোধের ভেতর-
ঘুমিয়ে আছি যা আজ, কর্তব্যবিমূঢ়!