নক্ষত্রের নিউক্লিয়ার ফিউশনে-
প্রতি নিয়ত পুড়ে যাচ্ছে আমার আয়ু।
কৃষ্ণ-বিবরের অনন্ত অমানিশায়-
শেষ হয়ে যাবো একদিন।
বর্ণময় জীবনের এই ঘটনা প্রবাহ,
ইভেন্ট হরাইজেনে শেষ হবে তার পথচলা।
যা অতিত, যা বর্তমান, যা ভবিষ্যত,
তার ভেতর দিয়ে আমার এই আমি।
আর ঘুর্নায়মান আমার এই ত্রি-মাত্রিক গ্রহ।
কিছু কান্না, কিছু হাসি, কিছু ভালোবাসা-বাসি।
পাওয়া না-পাওয়ার স্বপ্নের গোলকে-
হাতড়িয়ে মহাশূন্য।
সজ্ঞাহীন হবো আমি আর-
খুঁজে কালো অন্ধকার।