পাকুড়গাছে পেঁচার বাঁসা
শেওড়াগাছে ভূত।
মরেছিলো পুকুর তলে
ডুবে বুড়ির পুত।

তাইতো বুড়ি রাত্রি হলে
কাঁদে বিষম শোকে।
আঁধার রাতে সেথায় যখন
যমকুলিটা ডাকে।

পুকুর পাড়ে যেতে মানা
সন্ধ্যে হলে পর,
সেথায় নাকি থাকে অনেক
প্রেত ভয়ংকর।

মেছোভুত আর রাক্ষসীরা
হাটে কালো জলে।
পাতালপুরীর দৈত্যি এসে
জোট বাঁধে সেই দলে।

এমন গাঁয়ে আসবো না আর
কভুও তোমার সাথে।
ভুত-পেঁচাদের ডাকে আমার
ঘুম আসেনা রাতে।