আমার এই মন-
মাচানে বেড়ে ওঠা লাউ ডগাটির মত,
সজীব হয়ে উঠুক আজ, প্রভাত আলোতে।
বাতাসে দুলে উঠুক প্রান চঞ্চল মৌটুসীর গানে।
ঝেড়ে ফেলে রাতের কালো,
রৌদ্রস্নাত শিশির ভেজা পা'য়, মেতে উঠুক-
পৃথিবীর উঠোনে।

আমার এই মন-
জরা মৃত্যু বিভীষিকা রাতের আড়ষ্ট ছিন্ন করে-
নেমে আসুক দীপ্ত যৌবনে।
বুকের সবটুকু শ্যামল ঢেলে দিয়ে,
হয়ে উঠুক প্রানবন্ত।