ও পথে তুই, যাসনে ও ভাই!
মাড়িয়ে দূর্বাঘাসে।
কাঁশবনের ঝোপের ভেতর
ডিম পেড়েছে হাঁসে।

পাখির ছানা কিচির-মিচির
ডাকছিলো যে গাছে।
টুনটুনিটার ছোট্ট বাসা
লুকিয়ে সেথায় আছে।

যাসনে সেথা দুষ্টু ছেলে
দলবেঁধে সে পথে।
ফুল ছিঁড়ে ঐ কলমিলতার
নিসনে চপল হাতে।

করতে চুরি বকের শিশু
আর যে কত কি,
নদীর বাঁকে যাসনে সে তুই
দস্যি ছেলেটি।