এতদিন বুঝি?
নিজের ভেতরেই কারাবরণ করেছি!
তা আজ ঢের বুঝতে পারছি।

উচ্ছ্বাসিত জনতার বিজয়োল্লাস দেখে,
মনে হয় আমি আর মানুষ ছিলামনা।
পশু কিবা অন্য কেউ ছিলাম,
মানুষের আত্মার ভেতর-
পরাধীনতার এই উপলব্ধি,
গুড়িয়ে দিয়েছে যা আজ উৎসুক জনতা।
বিপ্লবের আগুন মুখে নিয়ে-
কেঁপে তুলে রাজপথ।

কি বিস্ময়কর, বিজয়ের সে মিছিলে,
মানুষ হয়ে জন্মেছি যেন আবার!