বৈকাল রোদ ছুঁয়ে ছুঁয়ে যায়,
বিষন্ন মন।
অবসন্ন অন্ধকার, ছায়া এঁকে দেয় দূর সন্ধ্যার!
কোলাহলহীন পাখির কুজন গ্রাম,
স্তব্ধ হয়েছে অতঃপর।
সময় চাকার পেন্ডুলামে, ঘুরছিলো ভুগোল।
উপনীত নক্ষত্রের বন্দরে, যেন এক অচেনা সাম্পান।
পাড়ি দিয়েছি,জীবন সমুদ্রের এই অজস্র ঢেউ।