চলে গেছে বলে কেঁদো না,
যদি বা পেতে- তাও কিছু হত না
প্রাপ্তি শুধুই স্বপ্ন হন্তারক
পরিণয় ভিড়ে প্রেমেরই অস্ত ডুবে ।
গভীরে জীবন- হারানোর অনুভবে ।
ভুল নামে কভু স্মৃতিকে ডেকো না,
যত যা ভাবছ তোমারই ভাবনা
স্বেচ্ছায় তুমি গড়েছ নিজের ইচ্ছেরই গতিপথ
ঘৃণায় কেবল স্বপ্নের দায় বাড়ে ।
দুঃখ স্মৃতিই- সুখকে ফেরাতে পারে ।
সুন্দর তবু অসুন্দরের নয়,
কাটায় কখনো ফুলের সুবাস পাবে ?
মালী তো কেবল তার কাজ করে যাবে
বিলাসী ফুলেরা ফুলদানিতেই ক্ষয় ।
নিজেকে বাঁচাতে- জীবন বুঝতে হয় ।