(১)
কি সুন্দর ভোর !
তোমাকে ভালোবাসার মতই
সকালের রোদ্দুর ।
অনাগত দিন
চলে যাক তবে এভাবেই
তবু কি যায় ? কিংবা যাবে ?
রঙিন না-হোক-
এ জীবন তবু কেটে যাক
প্রথম প্রেমের মতই অর্থহীন রঙে-
সুখের ছলনা উপভোগে...

(২)
পাপ করেছি চোখে চোখে
যুগল ঠোঁটে চুম্বন এঁকে,
পাপ করেছি আলিঙ্গনে
তোমার বুকে আঁচড় টেনে
পাপ করেছি জেনে-শুনে ।
পাপের পরে প্রায়শ্চিত্ত মিথ্যা জেনে পাপ করেছি
ঈশ্বরকে গলা টিপে হত্যা করে পাপ করেছি ।

(৩)
মানবিক আবেগে যখন ব্যর্থ যৌবন
শারীরিক ভাষা যখন প্রেমের ব্যাকরণ,
তখন এই ভুল সময়ের বেড়াজালে-
"প্রেমে পূর্ণতা আসে অশুদ্ধতার ছলে..."
তবু আজন্ম নিঃসঙ্গ আমি
স্বাপ্নিক প্রেমেই সৌন্দর্য খুঁজি
প্রেম মানে আজো সেই-
চোখ দুটোই বুঝি ।

বিঃদ্রঃ- কবিতা তিনটি কলেজ জীবনের (২০০৩-০৪) রচনা বলেই আমার কাছে বিশেষ আবেগের !