ইচ্ছেরা থাকে নাগালের এক হাত উপরে
বানরের মত লাফালে- টের পেয়ে দুই হাত উঠে যায়,
নিষ্ফল খরায় লেজের প্যাঁচে ঝোল খায় কেউ কেউ
কেউ পাতা গিলে ফলের তৃপ্তি মেটায়- ছাগলের মত,
একপাল তবু মানুষ হয়েছে গতকাল- পুস্তক জানে-
সভ্যতা যদিও গাধায়ই আগত; তবে-
বানরেরা সমগোত্রীয় বিধায় ঈশ্বর লেজ ধরে টানে; ততদিনে-
ইচ্ছেরা উঠে গাধার পিঠে- হাঁটে মানুষের মত ধীরে ।
তবু চেঁচামেচি বাড়ে বনের ভিতরে;
ইচ্ছেরা তাই এক হাত উপরে ।