'stopping by woods on a snowy evening'
by Robert Frost

হয়ত জানি- কার এই গহীন প্রান্তর
বাড়ি তার যদিও গ্রামের ভিতর;
বুঝবেনা তার এই বনকে সাজাতে-
কতটা সয়েছি আমি বরফের ঝড় ।

আমার ছোট্ট ঘোড়া বিস্ময়ে পার-
ঠায়হীন প্রান্তরে এত দায়ভার;
বনের গহীনে আর বরফের স্তূপে
গোধূলির ছায়াতলে ভয়াল আঁধার ।

তার হাতে ধরা আছে ঘোড়ার লাগাম
ঝড়ের আভাস পেলে ছুটবে আগাম;
ঠিক তার বিপরীতে নিরত বাতাসে
জুড়ানো পথের পাশে হিমও বহমান ।

বনে যত সুর, ভয় আর নিবিড়তা
আমি রাখবই সেসবের দায়বদ্ধতা;
যেতে হবে বহুদূর তবে স্থবিরতা
যেতে হবে বহুদূর তবে স্থবিরতা ।


Whose woods these are i think i know
His house is in the village,though ;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near ;
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake ;
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely,dark,and deep
But I have promises to keep ;
And miles to go before I sleep,
And miles to go before I sleep.