বটগাছ ভেবে অশথের পাণে তাকিয়ে-
কোন এক বৈশাখী ঝড়ে- ভুল বৃক্ষের ডালগুলো
অবিশ্বাস্য দ্রুততায় ভেঙ্গে যেতে দেখি;
অতঃপর জীবনের তরে আসে এক- দীর্ঘ বর্ষাকাল......
চোখের জলঘূর্ণির মত পরিচিত বৃক্ষরাজি-
সময়ের আঁশটে স্রোতে-
প্লাবিত হয় পচা পানার মতই পরিত্যক্ত জলাশয়ে
কিছু উদ্ভ্রান্ত গুল্মলতা- শৈত্য প্রবাহের আগাম ভয়ে-
আগাছার কাছে নতজানু হয়ে যায়;
জীর্ণ প্রজাপতি হতে রূপান্তরিত কিছু কীট-
ফুলের উপর প্রকাশ্যে করে ভুলের স্বেচ্ছাচার;
আর স্বার্থের লাল ছুরিকা তলে-
কোকিলের সবুজ পালক কেটে বৈভবে চলে বসন্ত উৎসব ।
এই আগাছা-গুল্ম-লতার ধূধূ প্রান্তরে-
আমার চোখের সমান্তরালে কোথাও নেই-
বটবৃক্ষের মত কাঙ্ক্ষিত কোন বাধা ।
সহসা তবু ভুল করে ভাবি–
আমিও কি আনমনে অশথেরই ধা ধাঁ !!