এতটাই যদি কাংক্ষিত হবে চাঁদ
কেন তবে আজ জোছনার রঙ- বেদনার মত নীল ?
আজো কেন সেই ভুল নামে খোঁজা পুরনো অন্ত্যমিল ?
ফেরারী সুখেরা আর কতকাল-
অভিমানী সুরে গাইবে কেবল বৃষ্টি মেঘের গান
কতদিন আর-
ক্ষণজন্মের উৎসবে হবে প্রথাগত বলিদান ?
নিদাঘ সময়ে জেনেছি কিছুটা -
গ্রহণ জাগিয়ে সূর্যের বুকে- সোনালী প্রভাত পাবে না কেউ-ই
প্রণয়ের সুরে মিথ্যে-প্রলাপ গেয়ে যাবে শুধু বিষাদী পাখি ।
কখনো কি তবে ফিরে না পথিক?
শিশিরের ভোর মুছে দেয়া কোন অনাগত রোদ্দুরে-
ভুলে না কখনো ব্যর্থ পথের মৃত্যু-স্বপ্ন-ঘোর ?  
কিছু তো বুঝি নি– শুধুই জেনেছি-  
কোনদিনই আমি  ফিরবো না আর জীবনের অবসাদে
আমারই দুঃখ ছোঁবে না তোমায়- অনাহূত অনুরাগে ।

মাহবুব শাকী
মৌলভীবাজার, সিলেট  
১৭/০৯/২০১৬ইং