মঙ্গাপীড়িত মজিদ জানে
খাদ্যের নিশ্চয়তা পেলে-
অনাবাদী জমিতে ফলাতে পারে একশো মণ ফসল ।
উদ্বাস্তু ওজর আলী বুঝে
মাথাগোঁজার ঠাই হলে-
এ-শহরে সে গড়ে তুলবেই স্বপ্নের সমতল ।
অথচ নিশ্চয়তা পেলে একজন মজিদ-
দশ ঘণ্টার মজুর কিনে- দু'টাকার নোটে,
একজন ওজর আলী-
সুউচ্চ দালান বুনে- বস্তির-ই কংক্রিটে ।
এক অনিশ্চয়তার জন্যই যেন-
হাজারো মজিদ মিলে সময়ের হাল ধরা
হাজারো ওজর আলী আজো-
স্বপ্নেরই ফেরীওয়ালা ।