বঙ্গে এখন রঙ্গ খেলা
কংস মামা কৃষ্ণ হয়,
জগাই-মাধাই পালের গোদা
চৈতন্যের জীবন ক্ষয় ।
হরিলুটে লক্ষ্ণী ঘরে
দক্ষিনাজোর- জগন্নাথ,
গৌরীসেন- অর্থ ছুঁড়ে
চোরে করে চণ্ডীপাঠ।
গোবর গণেশ ধামাধরা
পৈতাপড়া ধর্ম-ষাঁড়,
গঙ্গাজলে গঙ্গাপূজো
কেষ্ট এখন অবতার।
কলিকালের ঢক্কানিনাদ
রামকে বলে অঘারাম,
ছাদনাতলায় মুগ্ধ সীতা
রাবণ-প্রেমে অনেক দাম।
বারো ভূতের বঙ্গভূমি
ঈশ্বরে আজ রক্ষে নেই,
অগত্যা হই মধুসূদন
আমিও তো বাঙালিই !