এই মাটি এই দেশ আমার প্রিয় বাংলাদেশ,
মাটির বুকে সোনালি ফসল দেখতে লাগে বেশ।
মায়ার পরশ ঢেউ খেলে যায় সবুজ ধান ক্ষেতে,
ফুলের গন্ধ পাগল করে; পরাণ ওঠে মেতে।

পাখির ডাকে সূর্য্য ওঠে রোজ প্রভাতে রাঙা গাছে, হিমেল হাওয়ার ছন্দে ছন্দে গাছের কচি পাতা নাচে।
এই দেশেরই সরল মানুষ আমার পরম আপন জন,
পদ্ম ফোঁটা দিঘীর রূপে মুগ্ধ করে সবার মন।

সুখে-দুঃখে-অনুতাপে এই মাটি আমার স্বান্তনা,
এই দেশ স্বর্গের দেশ; আমার জীবনের সাধনা।
এই দেশে জন্ম আমার, এই দেশ এক পূণ্যভুমি,
এই মাটির আদুরে সুর কান পেতে রোজ শুনি।

দেশের স্বাধীনতা হরণে ভিনদেশীদের নানা ষড়যন্ত্র, মুক্তির শপথ করবো মোরা ভেঙ্গে সকল তন্ত্র-মন্ত্র।
এই আমার জন্মভূমি, এই দেশ আমার গর্ব,
দেশের মান রাখবো মোরা, দেশ রক্ষায় হবো দর্ব।


বইঃ এই দেশ এই মাটি