আজো ডাকে আমায় মেঘনার তীর একেলায়
কত কথা আছে জমা বলবো বসে নিরালায়!
কত গান লেখা বাকি নরম রোদের খেলায়
কতদিন হয়নি দেখা মিষ্টি বিকেল বেলায়!
আনমনে অবসরে কেটেছে কত দিবস-রজনী
সেই সব স্মৃতি নিয়ে আজ-ই হৃদয় রাগিণী!
ছলাৎ ছলাৎ ছন্দে নাচে আজো সেই তটিনী
তারই বিরহে কাটে আজো প্রতি যামিনী!
আজো থেমে থেমে ফ্যানা ওঠে কালো জলে
ভাটির টানে সাগর পানে ছুটে চলে,
বালুচরে একপায়ে ওতপাতে বকের দলে
শো শো শব্দে বাতাস বয় আজো কাশফুলে!
আজো বাতাসে ভাসে ভাটিয়ালি গানের সুর
ভিনদেশি বণিকেরা পাড়ি জমায় সুদূর,
রোজ এই তীরে উঁকি মারে প্রতিটি নতুন ভোর
যতই দূরে থাকিনা কেন কাটেনা তো মায়ার ঘোর!
রূপালি ইলিশের ঝাঁক ধরা পড়ে জেলের জালে
মেঘনায় আজো গা ভাসায় বিদেশি হাঁসের দলে,
সময় ও নদীর স্রোত বহমান সময়ের তালে,
মেঘনার নৃত্য দেখিবার সাধ অন্তিমকালে!