সত্য ন্যায়ের দরোজা যখন বন্ধ,
আইনের তীক্ষ্ণ দৃষ্টি যদি অন্ধ,
মিথ্যাচারের হয় অপ্রতিদ্বন্দ্বী জয়!
সমাজের মাথায় তখন পঁচন ধরে!
বিচারপতি ধর্ষক; বিচারটা যদি ধর্ষণের,
খুনের বিচার করে যায় জোড়া খুনি।
ন্যায়পরায়ণরা এখানে সাধারণ দর্শক!
আদর্শ বুকে নিয়ে কেঁদে মরে সত্য!
মিথ্যার জয়গানে সত্যের ঢামাঢল,
মিথ্যার পদচারণে সত্যের ভাঙচুর।
নীতিবান লাঞ্চিত পদে পদে যুগ-যুগান্তর!
নীতিহীন সাজায় দেশ নীতির পতাকায়!
মিথ্যার জয়,
বিধাতার আর কত সয়?