দ্বীপের কোলে গ্রামটি মোদের
সকল গ্রামের সেরা,
রহমতপুর সেটির নাম
মায়া-মমতায় ঘেরা!
মাঠের বুকে সবুজ ফসল
মন জুড়িয়ে যায় বেশ,
যতই দেখি রূপ তো তাহার
দেখার হয় না শেষ!
মেঘনা পাড়ের গ্রামটি মোদের
অন্তরে আছে মিশে,
দাপিয়ে বেড়ায় সূর্য-সন্তান
দ্বীপের বুকে যশে!
হিন্দু মুসলিম নেই ভেদাভেদ
এই গ্রামের মাঝে,
সমাজ সেবার কাজ করে সবে
সকাল-বিকেল-সাঁঝে!
এই গ্রামেই জন্ম আমার
জড়িয়ে আছে শৈশব,
আর কখনো আসবে না ফিরে
হারিয়ে যাওয়া দিন ঐসব!
হাতছানি দিয়ে ডাকে রোজ
এই গ্রামের প্রীতি,
জীবন ভরে অটুট থাকবে
এই গ্রামের স্মৃতি।