প্রচন্ড কুয়াশার মাঝে চাদর মুড়িয়ে
জড়সড় দাড়িয়ে থাকা আর হবে না
হিমেল হাওয়ার শীতল স্পর্শ
আর শরীর ছুয়ে যাবে না।
ঠান্ডার সুখানুভূতি নিয়ে আর হবেনা
মনের গভীরে হারিয়ে যাওয়া
তাতে কি? বহু বিচিত্র বর্ণিল রূপ নিয়ে
আবার প্রকৃতি সাজবে বধূ সাজে।
ফুলে ফলে ভরে উঠবে চারিদিক
ফুলর গন্ধে ভ্রমরের গুঞ্জনে
হৃদয় আবার মাতবে নতুন অনুভূতিতে
নতুন সুখের সন্ধানে।
তুমিও বন্ধু দিয়ো সাড়া
নতুনের আহবানে
সাজাও নিজেকে নতুন করে
আতীতের সব ব্যথা ভুলে।
বলো, এসো ফাগুন এসো তুমি
দুঃখ ভুলে নতুন সুখে ভাসব আমি
গড়ব জীবন নতুন করে
শুধুই তোমার তরে।
রংপুর
০৯/০৩/২০১৬