শীত সকালের বৈরি বৃষ্টির আওয়াজ ছাপিয়ে
তোমার চাপা কান্নার বাষ্পীভূত ঘন নিঃশ্বাস
আজ বেশি আন্দোলিত হয়েছে অপর প্রান্তে,
আমার কর্ণকুহরে।
কিন্তু কী করবো বলো, মনের কোণে বোনা স্বপ্নেরা
আজ হারিয়েছে চোরাবালির আবর্তে
আমার প্রসন্ন প্রহরগুলো চৈতালি ঘূর্ণির তাণ্ডবে
ছেয়ে গেছে তিমিরে।
বৃষ্টির পর মন মাতানো মৃত্তিকার ঘ্রাণ ,
রাতের হাস্নাহেনার সুবাস
আমার হৃদয় মন্দিরে আজ
শুধুই ট্রাজিক উল্লাস।
এতটাই দুঃসময়ের মুখোমুখি
অসহায় আমি।
তবু আশায় বেঁধেছি বুক
যদি কালবেলার পালাবদলে
একটু আলোর ঝলকানি নিয়ে
আসে রাত্রিশেষের নতুন সকাল।
তবে আবারো ফিরবো আমি
পুষ্পিত ইমেজে, তোমার কাছে।
যদি না আসে, মুহূর্তের জন্য হলেও
এসো তুমি, মোর সমাধি পরে।
রংপুর
২৭/১২/২০১৬