$$$$$$$$$$$$$$$$$$$$$
ক্রমশ গভীর হচ্ছে রজনী
ভাবনার ধারালো তীর এসে
ক্ষত-বিক্ষত করছে হৃদয়কে
বলছে যাও,যাও বলো তাকে
আমি চাইনি বলতে
কতখানি ভালবাসি তোমাকে
হৃদয়ের কতটা গভীর থেকে
চেয়েছিলাম বোঝাতে।।
কিন্তু হায়! আবারো সেই ভুল
তোমার বোঝা সেই ভুলটাই
দিচ্ছে হাতছানি বিচ্ছেদের।
মন বারবার ছুটে যেতে
চাইছে তোমার কাছে
বলবে,সে দোষ ছিলনা আমার
তবুও দোষী আমি?!
অশান্ত মনকে শান্ত করতে
পরাজিত এই আমি তাই বলছি,
"শুধুই ভালোবেসেছি তোমাকে"
চাইনি ক্ষতি।।
আমার মনের ছোট্ট কুটির
মনের সমস্ত রং দিয়ে
ভালবাসার তুলিতে সুনিপুন
গড়েছি তোমারি প্রতিমা।।
তোমার চাহনি,মুচকি হাসি
ক্ষণকালের জন্যও ভুলতে পারিনি
তুমি বিনা একটি দিন মনে হয় যেন
শত জনম।।
দিওনা ভেঙ্গে সে নীড়
বুঝনা আর ভুল
ভালবাসি কতটা
জানে শুধু অন্তর্যামীই তা ।।
দিওনা ফিরিয়ে এ প্রেম আমার
টেনে নাও একটু কাছে
পৌঁছাব দু'জনে স্বর্গের দ্বারে
নয়তো আমি যাবো হারিয়ে
অন্ধকারে।।
রংপুর
০২/০২/২০১৬