অনাচার অবিচার না পারি সইতে,
এমন অপ্রীতিকর অবস্থা অবস্থা না পারি গাইতে।
চিন্তার চঞ্চলে দারুন আঘাত এনেছে,
পরিস্থিতি দেখে বুক ধর ধর অনাহারে মরছে।
আর কি হতে বাকি দুর্দশার বৃষ্টি,
শোক অশ্রু অবিরাম সৃষ্টি।
মাতৃভাষার স্বাধীনতার কি আর ভাব,
অনাচারে অর্বিচারে মরছি অভাব।
কিছুক্ষণের জন্য পাইনা শান্তির প্রীতি,
দেশের অসহায় অবস্থায় নেমে এসেছে দারুন রীতিনীতি।
কোথাও নেই শোভার সঞ্চার শুভ সমাহার,
এই দেশে জন্মে মানুষ অবিরাম হাহাকার।
জীবন মানে আটকানো এত দেখায় শান্তির,
সর্বধারে অদম্য নীতি সম্প্রীতি ক্লান্তির।
কবে হবে সুখ সৃষ্টি? দেশের এত দুঃখ!
এমন উন্নয়নের পথে আজিব এক বিরাট প্রশ্ন কেন এত অশ্রুর মুখ।