বাধ্যকতার জটিলতায় জীবন যুদ্ধে,
নিদারুণভাবে ঘটে চলছে শ্বাস রুদ্ধে।
বিষাদের বন্ধনে রক্ষণে পলিশ,
যা নরাধম তুরা যা বলিশ।
হেঁটেছি অনেক নির্জন অন্ধকারে,
পাঁইনি কোন সফল পথ মুগ্ধ রাতে।
এমন দুর্গম পথ হেটেছে রাতে,
ফিরেছি কোন এক হতাশার হাতে।
এত অন্ধকার পথে নেমে এসেছে হতাশার গল্প,
কোথায় যে হারিয়ে গেলাম নির্জনে,পথ বন্ধ।
দুই চোখ দিয়ে দেখেছি স্বপ্নের ধূসরতা,
কেন স্বপ্ন দেখি! আসে শুধু হীনমন্যতা।
নীল আকাশের মত স্পর্শ নয় মেঘ আমার,
কালো মেঘে বজ্রপাত ঘটে বন্ধ সব দরবার।
ভিতরে ভিতরে মৃদু হাসিতে চোখ খোলি,
সহজ নয় প্রান্তে পৌঁছানো এই জীবনের থলি।