আমার চোখে এসে জড়ালো বেদনা,
কত দুয়ার দিয়ে যায় শুনল না বন্দনা।
সবাই মনেকরে আমার মাঝে কত সুখ,
নিজের ভিতর বিষন্নতায় ভরা শত দুঃখ।
এই পৃথিবীর নিয়মাবলীতে অর্থ সম্পদ সুখের বহন,
আমি ভ্রান্তির পথে মরীচিকার মতোই হয় না শব্দ দহন।
যা বপন করতে চাই সুখ গাছ আজ,
গাছ উঠলো ফল হয় না কাজ।
আমার জীবন মরুর মত খোলা প্রান্তর,
হৃদয়ে দুঃখ যন্ত্রনা জমেছে পুরো অন্তর।
সুখী জীবন কিভাবে করব এই নাকি বড় ব্যথা,
সুখ যে মরুর প্রান্তে পানি না পাওয়ার মতো যে কথা।
কেন এভাবে জমেছে ব্যাথার আশ,
প্রকৃতির কাছে দায়বদ্ধ হয় না নতুন কাজ।
যত ব্যাথা এলো আমার মনে মনে,
কোথায় গেলে দূর করবো হয় না কেউ আপনে।