বহু দিন কথা হয় না
শুধু শুধু দিন যায়
বাড়ি আর বাজার শুধু হাটি
চারিদিক যেমন নীরাচ্ছন্ন ঘাটি
দেশ আর দশ সবাই কেমন
জানতে চাইলে কয়, নিজেকে কর যতন
সবাই কয় একি কথা,
আমি বলি অনেক কথা মিছে কথা।
কথা তো শুধু সবাই বললে হয় না
না বলার উদ্দেশ্য কি কিছু বলা যায় না!
নিরছন্দ পরিবেশে সবাই বুঝে,
কিন্তু পরিবেশ থেকে আড়াল করে খুঁজে।