ওগো প্রণয়িনী,
ডাকছি তোমারে আকুতির স্বরে
দাওনা তুমি সারা,
তোমার কেশে ভুলিয়ে হাত,
হবো দিশে হারা।
তোমারে আজও দেখিনি আমি,
শুনেছি কণ্ঠস্বর,
বুকের গহিনে প্রবল বাতিক,
উষ্ণতার বালুচর।
একটি পলক দেখিতে তোমায়
প্রণয়ের অবিচল,
অজস্র প্রেমের গল্প লুকিয়ে,
অরন্যের ছায়া তল।
প্রত্যাশার প্রাপ্তি নিবারণ নয়
যদি নাহি করো কবুল,
নিশি রাতে আধার অন্তে
মন হয়েছে বেকুল।
ঝুমুরের শব্দ ঝুম ঝুম বাজে
আধার নিরালায়,
অনুভূতির ছোঁয়ায় আবেগী
মন কাছে পেতে যে চায়।