প্রিয় সৃষ্টি
একদিন তুমি কহিয়েছিলে
আমার আলয়ে তুমি
গোলাপ-শোভিত শারি পড়ে
বধূ হয়ে আসবে
কথাটি জ্ঞাত হওয়ার পর হইতে
আদ্য নাগাদ প্রতিটি মুহূর্তে
তোমার কথা ভাবতে ভাবতে
আমার প্রহর কাটছে।
অদ্য অবধি তুমি এলেনা
শত ব্যাপৃত হওয়ার পরেও
আমি নীল গগনের ঐ
তারার ভিড়ে
খুঁজছি তোমায় জোনাকি পোকার
মতো নিভো নিভো রশ্মিতে
তোমাকে নিয়ে লিখেছি
সহস্র ছন্দ মিলিত
কবিতার কাব্য
তবুও তুমি এলেনা।