জীবনটা চার দেয়ালের বন্দি ঘরে
আবেগ অনুভূতির ছোঁয়ায়
হাসি কান্নার মধ্যে আটকা পরে আছে
অবাধ ভাবনায় চট পট করে বেড়ায় অনবরত
সুখেরা লাজুক লতার মতো
দুঃখকে স্পর্শ পেতেই নিজেকে গুটিয়ে নেয়
যেখানে স্মৃতিরা ধেয়ে আসা কুয়াশার ন্যায়
শীতল হাওয়ায় অবিরাম ঘূর্ণিপাকে উদাসী
মায়ায় হারিয়ে যায় ।
ভাবনারা অন্তরের অন্তর কোনে বিন্দু বিন্দু করে
সহস্র ফুটা শিশির জমাট বেঁধে কচু পাতার গাঁ ঘেঁষে
ভূতলে গড়িয়ে পড়ে।