আমার ধর্ম তোমার ধর্ম সব ধর্ম ই সমান,
মানবতা ই হলো শ্রেষ্ঠ ধর্ম মনুষ্যত্ব তার প্রমাণ।
সকল ধর্মে লেখা আছে মানবতার কথা,
দান করো সম্ভ্রম করো বুঝো গরীবের ব্যথা।
রং বেরঙের মানুষ দেখি নানান জাতের ভাব,
শিক্ষার আলো ঘরে ঘরে তবু মনুষ্যধর্মের অভাব।
সমাজ নিষ্কাশ জ্ঞানী গুণী আজ মূর্খ লোকের ঠাঁই,
পক্ষপাতী সব কিছুতেই সততা কোথাও নাই ।
স্বল্প বিদ্যা অর্জনে তুমি ভাবছো মহাজ্ঞানী
ক্ষমতা দিয়ে যায়না কেনা শিক্ষার মত বাণী ।
অট্টালিকায় থাকো তোমার বিলাসিতায় জীবন,
অন্যের মাথায় কাঁঠাল ভেঙ্গে করছো দামী ভোজন ।
সবাই যদি মানুষ হয় গরিব কেন জুদা ?
রাস্তার পাশে খাবার খুঁজে পেটে নিয়ে ক্ষুধা।
শিক্ষার আলো পায়নি তারা সুশীল সমাজ জুড়ে,
দরিদ্র তার নিশপেষণে হাত পাতে ঘরে ঘরে ।