মা হলো দুঃখের দিনের
সুখের ভান্ডার
তাকে যতই কষ্ট দেইনা কেন তার
মনে কোন কষ্ট থাকে না,
সমস্ত দুঃখ কষ্ট
আশীর্বাদে পরিণত হয় ।
মা হলো রুদ্রের তাপে ছায়া দেওয়া
এক বিশাল উদ্ভিদ ,
শত আঘাত পাওয়ার পরও
সন্তানদের সব সময়ই
ছায়া দিয়ে আগলে রাখেন ।
মা হলো বিশাল পাহারের
গড়িয়ে পড়া প্রবাহিত ঝরণা,
যার স্রোতেই উৎপত্তি
নদীর মতো হাজার হাজার
বিশুদ্ধ জাতী ।
মা হলো চৈত্রের উষ্ণতায়
শৈত্যের ধারা,
যার কোলে মাথা রাখলে
শত ক্লান্তি থাকার পরেও
নিমিষেই সজীবতায় ভরিয়ে তুলে ।
মা হলো চাঁদের চেয়েও অধিক
অপরূপা সুন্দরী,
যার সুন্দর মনে বিন্দু পরিমান
অহংকার হিংসে বিবেদ নেই ।
মা হলো আল্লাহর দেয়া
এক অশেষ নেয়ামত
যার গুন্ গেয়ে কখনোই
শেষ করা যাবে না।