আমি অতি মধ্যবিত্ত
পরিবারে ছেলে,,
এক বেলা খাবার যোগাই
মাথার ঘাম পায়ে ফেলে ,,
তুমি সমাজের উচ্চ শ্রেণির
বড়লোক বাপের
অতি আদরের মেয়ে,,
কি করে তোমার
সকল চাহিদা পূর্ণ করে,,
করিব তোমায় বিয়ে ??
ওগো সুন্দরী,,
তুমি ভেবেছো কি ??
আমার নেই যে
কোন টাকা কড়ি,,
কেমন করে দিব তোমায়
দামি গয়না,শাড়ি,,
আমার তুচ্ছ আলয়ে
নেই কোন অট্টালিকা,,
যেখানে তোমায় রাখিব
ও গো সুললিত বালিকা !!
তুমি করনা
এই অভাগার পিছু ,,
কষ্ট ছাড়া আর
পাবেনা অন্য কিছু ,,
দরিদ্র তার চাপে আজ
অস্বস্তি তে পরিবার,,
দুবেলা আহার ছাড়া
জুটে না কিছু আর !!
তুমি দেখোনি কখনো
দরিদ্র তার সেই অশ্রু টা,,
হাসির আড়ালে ভুবন
কষ্টের নিঃস্বতা,,
ওগো সুন্দরী রমণী
যাও তুমি অন্যের গড়ে
থাকবে ভালো আমাকে ছেরে !!