আমি কবিতা লিখতে চাই
তোমার আমার সকলের জন্য
কারো ভালো লাগুক আর নাই বা লাগুক
তবুও আমি কবিতা লিখতে চাই !!
আমি ছন্দের  তালে লিখতে চাই
প্রেম কাননের মন ছোঁয়া গুপ্ত প্রণয়ের
অভিলাষী ভালবাসা রূপ !!
আমি কলমের কালিতে প্রকাশ করতে  চাই
অন্যায় অত্যাচারের আঘাতে
নির্যাতিতার আকুতি ও
চিৎকারের ধ্বনি !!
আমি লেখনীর ধারা তাড়িয়ে দিতে চাই
স্বাধীন দেশে আঁকড়ে ধরা
পরাধীনতার হিংস্রতা !!
আমি কাব্যে কাব্যে ছড়িয়ে দিতে চাই
রাস্তার পাশে পরে থাকা
ধর্ষিতার আর্তনাদ !!
আমি বর্ণনা করতে চাই
খেটে খাওয়া শ্রমিক, দিন মজুরের
শ্রমের বিনিময়ে না পাওয়া
ন্যায্য দাবী !!
আমি কলম চালাতে চাই
আধুনিকতার ছুঁয়া পাওয়া অশালীন
অনৈতিক সভ্যতার বিরুদ্ধে !!
আমি জনমুখে খুলে দিতে চাই
নির্যাতিত মা বোনদের চার দেয়ালে বন্দি করা  
অন্যায় অত্যাচারকারীর মুখোশ !!

১৯,১২,২০১৯