প্রতিটি সন্ধায় স্বপ্নের সেই জানালায়,
তোমার সেই মধুমাখা মুখ, একটি বার দেখতে চাই।
তুমি চেয়ে আছ তাই, আমার এ মনটা ভরে যায়
অজস্র রেখায় বহুবার,তোমায় শুধু দেখে যাই।
বৃষ্টি নেমে গেছে তোমাদের শহুরেতে
জল এসে থেমে গেছে,
তোমার ওই জানালায়।
সহস্র বেদনায় ঘিরেছে এই মনটাতে
এরই মাঝে তোমাকে ভালবেসে যাই।
তুমি চেয়ে আছ তাই
আমি স্বপ্নের নগরে ভেসে যাই,
ফিরে যেতে গিয়ে বহুবার
তোমায় শুধু দেখে যাই।
হারিয়ে যেতে চাই
আকা বাকা এই পথটায়,
অনেক অজানা ভিরে
বৃষ্টির ঝড়ো হাওয়ায়।
আনন্দের হাসিমুখ ছেয়ে গেছে এই মনটাতে
এরই মাঝে আমি শুধু দূরে সরে যাই।
তুমি চেয়ে আছ তাই,
তবু কেন বেদনায় ভেসে যাই
এরই মাঝে হঠাৎ বিদায় জানাই।