তোমরা কি এক হতে পার না?
কতটা শক্তি আছে নেই ধারণা!
সময় এখন ই, তাহলে এক হও...
শোষকরা দুর্বল!তোমরা তা নও!
চতুর্থ শিল্প বিপ্লব এই দুনিয়ায়...
অসাম্য-চরম দারিদ্র্যের সূচনায়!
ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তায় যেন...
রোবোটিকস কোয়ান্টাম তত্ব কেন?
সুউচ্চ অট্টালিকা!ঐ হাতের ছোঁয়া...
শ্রমিকের ঘাম ঝড়ে বেড়েছে ধোয়া!
তাবৎ পৃথিবীর উন্নতির অন্তরালে...
শ্রমিকরা পড়েছে তাদের ই জালে!
লক্ষ-কোটি শ্রমিকের দেহের ঘাম।
নগর পত্তনে তারা আছে কি দাম?
কোথায় অধিকার আর স্বাধিকার?
দেশে ও মধ্যপ্রাচ্যে ই খাচ্ছে মার...