দেশে আছে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার...
বিকৃত, প্রতিহিংসার রাজনীতি নেই কোন দরকার।
অপশাসন, বিচারহীনতা, দুর্নীতি, লুটপাট না ঘটে,
দলনিরপেক্ষতার সুবিশাল চিত্র টা যেন উঠে ফুটে!

সংবিধান সংশোধন নির্বাচন পদ্ধতির বদলে নজর...
শাসন সংস্কার বিচার বিভাগের স্বাধীনতাতে কদর!
নির্দলীয় স্থানীয় সরকার, অর্থনৈতিক বৈষম্য হ্রাস...
রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে ব্যাপক সংস্কৃতির বাস?

নির্বাচন কমিশন পুনর্গঠন নির্বাচনী আইনের সংস্কার
সংসদের কার্যকারিতা, অর্থপাচার রোধ সুষ্ঠু বিচার!
মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ও আচরণগত নিয়মাবলি থাকে...
দুর্নীতির বিরুদ্ধে শূন্য পরামর্ষ! কোন সংস্কৃতি বাঁকে?
............................................................।


ঘুমের আস্তরণ ভেঙে গেছে
হঠাৎ-
আমি তন্দ্রাচ্ছন্নভাবে তাকাই
চওড়া ফাটল দিয়ে।
দেখি কিনা জানি না
তিনটি মন, পাখির আকৃতির,
তিন আত্মা, পাখি আকারে,
সকালের ডালের উপর ঝলকানি;
সকালের ডালে ফেটে যাওয়া;
অথবা তিনটি সূক্ষ্মভাবে রঙিন আত্মা
রোদে প্রজাপতি;/রোদে উড়ে যাওয়া
বা তিনটি বাদামী-মাংসের, ভুসি শিশু
বিস্তৃত হাসিখুশি/হাসিখুশিভাবে ছড়িয়ে পড়ছে
আমার বিছানার উপরে
আর আমি।
--------------------------

মূল :Matins
      ByJeanne D’Orge
     (Poem-a-Day, the Academy of American Poets, U S A)

    The crust of sleep is broken
Abruptly—
I look drowsily
Through the wide crack.
I do not know whether I see
Three minds, bird-shaped,
Flashing upon the bough of morning;
Or three delicately tinted souls
Butterflying in the sun;
Or three brown-fleshed, husky children
Sprawling hilarious
Over my bed
And me.

This poem is in the public domain. Published in Poem-a-Day on August 25, 2024, by the Academy of American Poets.