বাঙালি জাতির ইতিহাসে রাষ্ট্র ভাষার আন্দোলন ব্রিটিশের শাসনামলে...
এই অখণ্ড বাংলার স্বাধীনতার বীজ বপন হয় উনিশ্ শ' এগারো সালে।
এ জাতির ইতিহাসে অন্য আন্দোলন শুরু পাক-শাসনেরই এক কালে...
১৯১৮ বিশ্ব ভারতী,রবীন্দ্রনাথ সভাপতি, ড.শহীদুল্লাহর প্রবন্ধ ই বলে!
উনিশ-এগারো, মুসলমানদের মাতৃভাষা সৈয়দ নওয়াব আলীর মতে,
সাত বছর পরে রবি ঠাকুর: শুধু ভারতে নয়,এশিয়া তে বাংলা উঁঁচুতে!
সাঁইত্রিশে মাওলানা আকরম খাঁ, সব প্রাদেশিক সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ...
লাহোর প্রস্তারের আগে কংগ্রেসের হিন্দি করার দাবিতে বাঙালির কষ্ট!
১৯৪৭, দেশ বিভাগ আলীগড় বিশ্ববিদ্যালয়ের ভি.সি. ড. জিয়াউদ্দীন_
জুলাই মাসে সে বলে, উর্দু ই পাকিস্তানের 'রাষ্ট্রভাষা' এটা মেনে নিন!
বায়ান্ন সালে ভাষা আন্দোলন, চূড়ান্ত পর্যায়ে প্রাণ দিয়ে অনেকে শহীদ...
বিদ্যা-পিঠে বাংলা নেই ইংরেজি আছে,কোথায় পাবো বাংলা ভাষাবিদ্?
মোহাম্মদ আলী জিন্নাহ:উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা,
পাঞ্জাব-বেলুচিস্তানের বুদ্ধিজীবী রা করে সমর্থন,তাদের ছিল সে বাসনা!
দাবী দমনে দেশে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শাহাদতে অনেক বিলীন...
১৯৯৯ সালে ইউনেস্কো তে ২১ ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষার দিন।
বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রা উর্দু কে পছন্দ! বাংলা কে টানাটানি,
ইসলাম অর্থ শান্তি,ধর্ম ব্যবহার করে দেশে চলছে কত রকম হানাহানি...
মোদের বাংলা ভাষার জন্যই এ দেশের মর্যাদা অনেক গুণে বেড়ে যায়,
উর্দু শুধু নয় সাথে ইংরেজি, নিরবে কাঁদে মধুর ভাষা, বলছে হায় হায়!