সব দেশে ই একটি সরকার থাকলে বিরোধী দল থাকে,
আমাদের দেশেও তাই, বিরোধিতা না করে অন্য ফাঁঁকে...
দেশের স্বার্থে কাজ নয়, করে আপন স্বার্থে, দলটা পরে_
অন্তর্বর্তীকালীন সরকারের দরকার হয়,কত কিছুর ডরে!

পাঁঁচ বছরের শাসন আমলে কিছু পর্যবেক্ষক নিয়োগ করা...
সমাজে যাদের কর্মকান্ড নিরপেক্ষ তালিকা প্রকাশে ওরা,
তারা ই অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম অবলোকন...
মহিষ গরু ছাগল ধরে এনে বসানো, সরকারে প্রয়োজন?

মধ্যকালীন দায়িত্বপ্রাপ্ত, এরা কিন্তু সরকার নয়,সাময়িক...
জনতার ভোটে ই নির্বাচিত প্রধান শাসক, হবে অমায়িক!
নিরপেক্ষ শাসন আর বিচার বিভাগ, দেবে ত্বরিত নির্বাচন...
সংস্কার বিচার করার অধিকার থাকে না, নেই আস্ফালন!

পক্ষপাত-হীন হবে, সাংসদ দের বয়স হবে না কমানো,
জনতার বিক্ষোভ হবেই, ধীরে ধীরে দুঃখ-কষ্ট জমানো!
স্ব্ল্প-কালীন লোকদের থাকবে না একক কোন ক্ষমতা...
জনগনণের ভোটে সে নয়,শক্তির অধিকারে হারায় মমতা!