ছাত্ররা চায় ক্ষমতা...
পড়াশোনা করতে চায় না!
নেই তাদের মমতা!
নিজের হাতে আইন তুলে নিচ্ছে ...
তারপরও আছে কত বায়না!
সময় চাচ্ছে অন্তর্বর্তী কালীন সরকার
জরুরী কাজ না করে_
রক্ষা করছে কত আবদার!
বি.এন.পি দ্রুত যেতে চায় নির্বাচনে...
যদিও কতবার সেটা করেছে বর্জন!
তাতে ই পতিত সরকার_
করেছে অনেক কিছু অর্জন...
জামাত চায় সামনের নির্বাচন একা করতে,
আগে তো করেছে স্বাধীনতা বিরোধী কাজ!
ধর্মের কার্ড ব্যবহার...
দেশের জন্য পারবে মরতে?
জাতীয় পার্টি চায় বাঁচতে_
অন্য দলের পিঠে বসে দাঁত মাজতে!
বেকাররা চাকুরি চায়,
জীবন বাঁচা দায়!
সাধারণ মানুষ চায়_
শান্তি, জিনিসপত্রের কম দাম ...
স্ট্রবেরি, আপেল নয়! শুধু আম!