প্রাণি হাঁঁটে, পায়ের নিচে বহু সাদা বালি...
চিক্ চিক্ করে তারা কোথাও নেই খালি!
বালুকার থাকে না বারি তার আছে পানি...
বালু সে নয়! সলিল তবে তার হয় নানি!
সে কিন্তু নিরেট নয় তবে কিছুটা পিচ্ছিল...
গরমে মিশে যায়, বালির সাথে ই মিল!
তাপ মাত্রা ঊঠা নামায় বদলায় আকার...
জমাট বেঁঁধে বরফ হয় নাম তার তুষার!