জীবনের অনেক রঙ : সাদা নীল ও কালো,
একটা রং সবার দিকে প্রতিফলিত আলো!
আমাদের সমুদ্র ও আকাশের রঙ নীল হয়,
প্রকৃত পক্ষে এ সব নীল রং কিন্তু নীল নয়।
সব তরঙ্গ দৈর্ঘ্য শোষণ, প্রতিফলিত হয় নীল,
নীল আকাশের ছবি তুলে রঙ টা দেখায় বিল।
প্রায় সমস্ত আলো প্রতিফলিত করে হয় সাদা,
আলো প্রতিফলিত হয় না,তখন কালো গাধা!