এ বছরের পাঁচ ই আগস্টে একটি দেশ _
আবার নাকি স্বাধীন হয়েছে, তা বেশ!
সে কারণে ই ঢাকায় মিলিত হয়েছে এখন _
'মুহাম্মদ আলি্র' মরণ দিবস পালনে মন!
এই ভাষা-খুনির জন্যই এসেছিল যে একুশে ফেব্রুয়ারি...
তারপর বাংলাদেশ, বিনিময়ে লক্ষ লক্ষ প্রাণ, নর-নারী!

ইদানীং জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত_
বদলানোর আবদারে অনেকের আবেগ-গীত...
বদলানোর দাবী আরো আসবে, বাংলা ভাষা!
পঁচাত্তরের খুনি চক্রের মনে জাগবে না আশা?

এ দেশের নোবেল বিজয়ী কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ_
অবৈধ ব্যবসার বকেয়া শুল্ক!
পরিশোধে_ তার আসে না মন?
তবে সে হিলারী কে দিয়েছে বিশাল এক তহবিল_
আচার-আচরণে বুঝা যায়...
আমেরিকার পরিকল্পনা তে আছে অনেক মিল!
আন্দোলন করেছে, এজন্য ই দুই ছাত্র কে ঘুষ,
শিক্ষাঙ্গনে অস্থিরতা!
ক্ষমতার যাদুর কাঠিতে ওরা ই হারিয়েছে  হুশ!

অন্তর্বর্তী কালীন এ সরকারে কারা? নির্বাচিত করেনি জনগণ...
অযোগ্য লোকে ভরাট, যোগ্য লোকদের নিবে না করেছে পণ!
কিছু দিন পরই পারবে সবাই বুঝতে, কী করছে ভুল!
লাশের রাজনীতি,বিপ্লব ছিল না, সেটা কাগজের ফুল।
আবেগে জনগণ! দেশের সব দিকে হয়েছে অবনতি,
আশা, ভালো কিছু হবে, কোনদিকে যে দেশের গতি!