সব কিছু ঠিকই আছে, কী যেন নেই একটা!
মাঝে মধ্যে মনে হচ্ছে ফাঁকা আমার বুকটা।
আপনজন বড় যে অদ্ভুত, পেছনে তাকায় না...
কথা-বার্তা আর নিত্য ব্যবহারে ভাঙ্গে মনটা!