একাত্তুরে তার বয়সটা ছিল একত্রিশ...
মুক্তিযুদ্ধ করেনি সে, কত ফিসফিস!
দেশে ধর্ম মিশ্রিত এক ধরণের বিষ...
দেশ চালনায় ব্যর্থতা, জনতার শিস!
জাতীয়তাবাদী রা ছিল তার ই পক্ষে,
ভুল করেছে তারা, চাপড়ায় না বক্ষে?
দারিদ্র্য পীড়িত মানুষদেরকে ক্ষুদ্রঋণ_
শত ভাগ আদায়, খুলে নিত ঘর-টিন...
বিদেশী পুরস্কার,দরকার দেশের জন্য?
লক্ষ মানুষই ভূখা,পাতে পড়ে না অন্ন!
শান্তিতে পদক,গোঁজামিলের এক অঙ্ক!
কার স্বার্থে? শিক্ষক নামের এই কলঙ্ক...